October 29, 2025, 8:17 pm

ভালোবাসার সপ্তাহ শুরু, আজ রোজ ডে

ভালোবাসার সপ্তাহ শুরু, আজ রোজ ডে

ভাষার মাস ফেব্রুয়ারি চলছে। ভ্যালেন্টাইন ডে’ও এ মাসে। মাত্র ক’দিন পরেই সেই কাঙ্ক্ষিত দিন। তবে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন’স উইক।

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ (গোলাপ দিবস) পালনের মধ্য দিয়েই ভ্যালেন্টাইন-উইকের শুরু। আজ (সোমবার) রোজ ডে দিয়েই শুরু হলো ভালোবাসা সপ্তাহ।

প্রিয়জনের হাতে গোলাপ তুলে দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদাই সবার উপরে। এখন অনেক রঙের গোলাপ পাওয়া যায়। লাল হলুদ সাদা গোলাপি নানা রঙের গোলাপের সৃষ্টি একেবারেই খামাখা নয়। ভিন্ন ভিন্ন রঙে গোলাপের আবেদনও ভিন্ন। রোজ ডেতে যারা উইশ করবেন, তাদের জেনে রাখা ভাল গোলাপের এই রঙের মাহাত্ম্য। তাহলে জেনেই নিন- কোন গোলাপ কীসের প্রতীক।

লাল গোলাপ:

প্রেমের কবিতা, গল্পে বার বার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরণ বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন।

গোলাপি গোলাপ:

শুধু লাল গোলাপ নয়, মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।

সাদা গোলাপ:

সাদা ফুল আমরা সাধারণত শোকজ্ঞাপনে ব্যবহার করলেও সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কারণ, এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। মৃতহেদ, কবরের উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা। তবে শুধু মৃত ব্যক্তিকে নয়, কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।

কমলা গোলাপ:

প্যাশন বোঝাতে আমরা লাল রং ব্যবহার করে থাকি। তবে আসলে কিন্তু কমলা গোলাপ আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।

হলুদ গোলাপ:

জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।

এভাবে রোজ ডের পর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com