October 28, 2025, 8:13 pm

ইয়াস-দিঘির ছুটি, সিনেমার নাম ‘শেষ চিঠি’

ইয়াস-দিঘির ছুটি, সিনেমার নাম ‘শেষ চিঠি’

ইয়াশ রোহান ও প্রার্থনা ফারদিন দীঘি ঢাকাই সিনেমার দুই তরুণ মুখ। এবার প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তারা। দুজনের প্রথম সিনেমাটি উন্মুক্ত হবে ওয়েব মাধ্যমে। ‘শেষ চিঠি’ নামের ওয়েব ফিল্মটির পরিচালক সুমন ধর।

গত সপ্তাহে পরিচালকের সঙ্গে চুক্তিবদ্ধ হন ইয়াশ ও দীঘি। পরিচালক জানান, ২ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। যেখানে আরও একটি চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম।

সিনেমাটি প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘বর্তমানে যে সময় চলছে সেই সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সঙ্গে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী।

আর দীঘি বললেন, ‘এই মুহূর্তে আমি বেছে বেছে ভালো কাজই করতে চাই। এই সিনেমাটিও তেমনই। গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। আমার বিশ্বাস ইয়াস-দীঘি জুটিকে দর্শক গ্রহণ করবে।’

প্রথম সিনেমা ‘স্বপ্নজাল’ দিয়েই পরিচিতি পান ইয়াশ রোহান। এরপর একাধিক নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেও পেয়েছেন প্রশংসা।

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দীঘি এখন ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয় করছেন। ‘চাচ্চু’ খ্যাত এই অভিনেত্রী আপাতত সিনেমা নিয়েই থাকতে চান।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com