November 15, 2024, 7:38 pm

৪ উইকেট নেই বাংলাদেশের

৪ উইকেট নেই বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ইতোমধ্যে এই ম্যাচে টসে জিতে ব্যাট করছে মুমিনুলরা। ওপেনিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল-সাদমান ইসলাম। এই দুজনের জুটি থেকে এসেছে কেবল ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন তামিম। তাঁর ব্যাট থেকে এসেছে ৯ রান।

এরপর মাত্র ২৫ রান করে রান আউট হলেন নাজমুল হাসান শান্ত। ইনিংসের ২৪তম ওভারের প্রথম বলে মিডিয়াম পেসার কাইল মায়ার্সের বলে লেগ সাইডে ঠেলে রানের জন্য দৌড় দেন সাদমান ইসলাম। দুই রান নিতে গিয়ে দুই এই দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় শান্তকে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। চোট থেকে ফিরে এটাই তাঁর প্রথম পঞ্চাশ পেরনো ইনিংস। সাদমান হাফ সেঞ্চুরি করার পরেই জোমেল ওয়ারিকেনের বল লেগ সাইডে খেলতে গিয়ে জন ক্যাম্পবেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মমিনুল। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ২৬ রান। খানিক পর হাফ সেঞ্চুরি পাওয়া সাদমানকেও লেগ বিফরের ফাঁদে ফেলেন এই স্পিনার।

ফুল লেন্থের বলটি সুইপ করতে গিয়েছিলেন সাদমান। তবে আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিলেও আর রেভিউ নেননি এই ব্যাটসম্যান। পরবর্তীতে টেলিভিশন ক্যামেরায় দেখা যায় বলটি লেগ স্টাম্পের কিছুটা বাইরে আঘাত করেছে। তার বিদায়ের পর ক্রিজে এসেছেন সাকিব আল হাসান।

এই ম্যাচে চার স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে আছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার এবং শেন মোসলের।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৪০/৪ (৫৮ ওভার) (মুশফিক ৯*, সাকিব ৩*)

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com